অর্কেষ্ট্রা ইন্টিগ্রেটেড সেন্টার ফর চিল্ড্রেন উইথ স্পেশাল নিডস, সুগন্ধা আবাসিক এলাকা, চট্টগ্রাম এর উদ্যোগে সম্প্রতি একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান এবং দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল কমিউনিকেশন, প্লে স্কিল এবং মেন্টাল হেলথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কনসালট্যান্ট অকুপেশনাল থেরাপিস্ট মিসেস অনিমা দাশ নুপুর (বি ও টি, স্পেশালিস্ট অফ ইন্টিগ্রেশন থেরাপি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি),
কাউন্সিলর ও সাইকোলজিস্ট মর্জিনা আক্তার পান্না,
সিনিয়র কনসালট্যান্ট স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট উম্মে আয়মন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রোকেয়া বেগম (প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, এনায়েতবাজার সরকারী মহিলা কলেজ)।
অর্কেষ্ট্রার প্রেসিডেন্ট শিরীন বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অর্কেষ্ট্রা ২০১৭ সাল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত বহু শিশু-কিশোরকে থেরাপী ও ইন্টারভেনশন প্রদান করে সুস্থ করে তুলেছে, যারা বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন মূলধারার বিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছে। এছাড়া, পক্ষাঘাতে আক্রান্ত, কথা বলার জড়তা, জন্মগত বিকাশজনিত সমস্যা, মানসিক সমস্যা, হাঁটতে সমস্যা সহ অন্যান্য সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য ইন্টিগ্রেটেড থেরাপী টিম কাজ করে যাচ্ছে।
প্রতিমাসে প্রায় ৪৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর এই প্রতিষ্ঠানে সেবা নিয়ে থাকে।