২৬ শে মে ২০২৩ শুক্রবার প্রখ্যাত অকুপেশনাল থেরাপিস্ট মিসেস অনিমা দাশ নুপুর (বি ও টি [ঢাকা ইউনিভার্সিটি ], এম এস ( রিহ্যাব মেডিসিন, ঢাকা ইউনিভার্সিটি ], স্পেশালিষ্ট অফ ইন্টিগ্রেশন থেরাপী [ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ] দিনব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অকুপেশনাল থেরাপী দিয়েছেন।